বাংলাদেশের ধান ও চাল

বাংলাদেশের অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে সবুজ গ্রাম আর দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। মাঠে মাঠে রাখালেরা গরু চরায়। ঘুঘুডাকা অলস দুপুরে কখনও তারা বটের ছায়ায় গামছা পেতে ঘুমায়, কখনও আবার বাঁশি বাজায় সে। এদেশের কৃষকের মন এদেশের নরম মাটির মতোই কোমল। তারা খুব পরিশ্রমী। ভোর না হতেই লাঙল জোয়াল কাঁধে কৃষকেরা মাঠে যায়। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তারা ফসল ফলায়। পাকা ধানের সোনালি রং দেখে কৃষকের মুখে হাসি ফোটে। এদেশের উর্বর মাটিতে ফলে কত রকমের ধান। এদের নামও শুনতে ভালো লাগে: পাইজাম, নাজিরশাইল, অঞ্জনলক্ষ্মী, আকাশমণি, কাটারিভোগ, বালাম, বিরুই, বাসমতি, পক্ষীরাজ, কাশফুল, বাঁশফুল, বিন্নি, শঙ্খমুখী, মানিকশোভা, কালজিরা, বাদশাভোগ।

মন্তব্যসমূহ