ধানের একাল সেকাল

fm auto rice mill


ভবিষ্যৎ প্রজন্মের নিকট যে জিনিষগুলো রুপকথার কাহিনীর মতো মনে হবে। যুগের অত্যাধুনিকতার সাথে সাথে অনেক কিছুই ইতিহাস হয়ে যায়। কৃষক আঁউস এবং আমন ধান কেটে এনে বাড়ী উঠানে (আংগিনায়) এভাবে গরু দিয়ে মাড়াই করে ধানগাছ থেকে ধান ছাটাই করতো, আর এইকাজে সহযোগিতা করতো কৃষাণীরা ও পরিবারের ছোট বড় সবাই, সবার মাঝে ছিলো আনন্দ আর উদ্দিপনা। যা আজ অতীত হয়ে গেছে।

মন্তব্যসমূহ